৩ অক্টোবর, ২০২২ ১৩:৩৬

শহীদ মিনারে তোয়াব খানকে গার্ড অব অনার

অনলাইন ডেস্ক

শহীদ মিনারে তোয়াব খানকে গার্ড অব অনার

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মরদেহ। সেখানে প্রথমে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) শহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার দেওয়া হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের শ্রদ্ধা জানাতে তোয়াব খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব সৈয়দ মো. জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব জিএম রাজীব আহমেদ। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি দল শ্রদ্ধা জানায়। 

পরে বঙ্গবন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে উপ-সচিব আসাদুজ্জামান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ, সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে তোয়াব খানকে শ্রদ্ধা জানানো হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর