আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় ব্যাপক বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বংশাল থানা এলাকায় এই বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে অংশ নিতে নর্থ সাউথ রোডের সুরিটোলায় জড়ো হোন পুরান ঢাকার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। রাত সাড়ে ৯টার দিকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে বের হোন। মিছিলটি নর্থসাউথ রোড, সুরিটোলা, বংশাল, তাঁতীবাজার, নাজিরাবাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃৃষ্টির করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন নেতাকর্মীরা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক নেতা ফজলুর রহমান ফজলু, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী হাফিজ, ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা মো. সাজেদ বেপারী, মো. সাদেক মিঠু প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ