খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সম্পর্কে দলটির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেছেন, ‘২২ অক্টোবর বিএনপির সমাবশে করতে দেওয়া হবে না বলে কেউ কেউ হুমকি দিচ্ছেন। মাইক কেড়ে নেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় গিয়ে গ্রেফতারের ভয়ভীতি দেখানো হচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরে খুলনা কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘যেকোনো পরিস্থিতিতে ২২ অক্টোবরের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে’, জানিয়ে দুদু বলেন, ‘আমাদের দলের নেতাকর্মী যতই আঘাতপ্রাপ্ত হোক না কেন যে জনস্রো ত দেখা দিয়েছে, জনউৎসাহ দেখা দিয়েছে, তাকে কোনোভাবেই ঠেকানো যাবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। কর্মসূচি সফল করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। নেতাকর্মীরা কোনো লাঠি বহন করবে না, তবে তারা প্লাকার্ড বহন করবে।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ