রাজধানীর উত্তরা এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- রহমত উল্লাহ, নাছির উদ্দিন, আইয়ুব, নুর আয়েশা ও রফিক।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, শুক্রবার ঢাকা মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে কতিপয় ব্যক্তি ইয়াবাসহ উত্তরার ৭নং সেক্টরে অবস্থান করছে- এই তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে উত্তরার ৭নং সেক্টরের কসমো শপিং কমপ্লেক্সের বিআরবি কেবলসের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে এই ইয়াবা বিক্রির জন্য ঢাকায় এনেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কালাম