কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা ও বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাককে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে নেতাকর্মীদের।
তারা মঞ্চে এলে মাঠে উপস্থিত নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন। তাদের সাথে ছবি ও সেলফি তোলার চেষ্টা করেন নেতাকর্মীরা। তারা হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
সরেজমিনে দেখা যায়, নগরীর পূবালী চত্বর থেকে রানির বাজার, কান্দিরপাড় থেকে শাসনগাছা, রানির দিঘি, ফৌজদারী মোড়, রাজগঞ্জ, সালাউদ্দিন হোটেল ও আশপাশের এলাকায় মাইকের নিচে জটলা বেঁধে সমাবেশের বক্তব্য শুনছেন কর্মীরা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, পুরো কুমিল্লা আজ উৎসবের নগরী। আজ মানুষ মুক্তির জন্য পাগল হয়ে গেছে। ইনশাআল্লাহ, জনতার বিজয় সুনিশ্চিত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন