৩ ডিসেম্বর, ২০২২ ১১:০১

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শনিবার সকাল থেকে শুরু হয়েছে। সমাবেশে যোগ দিতে আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এরই মধ্যে রাজশাহীত পৌঁছেছেন। সকালে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বাড়তে থাকে নেতাকর্মীর ঢল। 

এদিকে সমাবেশ মঞ্চের দুইটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। সেই চেয়ারে রাখা হয়েছে বিএরপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি।

চাল, ডাল, জ্বালানী তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দু:শাসন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে রাজশাহীতে শনিবার সকাল থেকে শুরু হয় বিভাগীয় সমাবেশ।

বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা এবং গণসমাবেশের দলনেতা মিজানুর রহমান মিনু বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সম্মানার্থে আমরা দুইটি চেয়ার ফাঁকা রাখছি।'

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর