রাজধানীর বুড়িগঙ্গায় অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। গত রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে নৌ-পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বুড়িগঙ্গায় অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়েছিল। সেই লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হত্যার আলামত উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ