রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ৬৭ জন ইমারত নির্মাণ পরিদর্শক তিন থেকে ৯ বছর একই জোনে দায়িত্ব পালন করছেন। এতে সেবায় ধীরগতি ও অস্বচ্ছতা চলে আসে। আবার তদবির করে বদলি ঠেকানোর চেষ্টাও চলে। তাই নতুন করে পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ৬৭ জন ইমারত পরিদর্শকের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় রাজউকের মতিঝিল কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির পর অফিস আদেশ স্বাক্ষর করে তা জারি করা হয়েছে। নতুন পদায়িত পরিদর্শকরা আগামী রবিবার কর্মস্থলে যোগদান করবেন বলেও আদেশে জানানো হয়েছে।
রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, আমরা জনগণের চাহিদামতো সেবা দিতে পারছি না। এজন্য লটারির মাধ্যমে বদলি করা হচ্ছে, যাতে সেবার মান বাড়ে।
লটারির মাধ্যমে বদলি হলে তাদের কর্মস্পৃহা বাড়বে, তারা মনে করবেন, তাদের ইচ্ছাকৃত বদলি করা হয়নি। এর ফলে তারা কাজ একটু উৎসাহিত হবে। সব জোনে একই ধরনের কাজ থাকায় তাদের এই পদ্ধতিতে বদলি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ