বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে বামজোটের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সিপিবি নেতা নীরব সরকার ও জেলা বাসদের সদস্য সচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্যরা।
মানববন্ধনে বামজোটের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু বলেন, চাল-ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে রয়েছে। এর উপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সকল জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি পাবে।
সরকার ও তার ছত্রছায়ায় যারা লুটপাট করছে, সেই ঘাটতি মেটাতে হচ্ছে জনগণকে। এই সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানোসহ সরকারকে ক্ষমতাচ্যুত করতে সর্বস্তরের জনগণকে লড়াইয়ে নামার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই