ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক সাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলি করা কর্মকর্তারা হলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এজেএসএম রাশেদ-উল- হাসানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আশিক হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার ও স্টাফ অফিসার টু কমিশনার মান্না দেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিওএম-দক্ষিণ বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ