শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় ছেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য ড. মোহাম্মদ সেলিমের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে মরহুমের বনানী কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। দুপুরে মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোহাম্মদ সেলিমের ছেলে শেহেরিন সেলিম রিপনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকেলে বনানী কবরস্থান মসজিদে মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ছেলে শেহেরিন সেলিম রিপন, প্রয়াত ড. মোহাম্মদ সেলিমের ছোট ভাই রেজাউল করিমসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল