রাজধানীর মিরপুর পল্লবীতে দুই বাইকের সংঘর্ষে খোকন মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (২২ জানুয়ারি) দিনগত রাতে পল্লবীর সিরামিক রোডে বাইকারটেক এলাকার বাসিন্দা খোকন বাইক চালিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর একটি বাইকের সঙ্গে সংঘর্ষে ইট-বালু ব্যবসায়ী খোকন মারা যান। এ ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। আহতরা আগারগাঁওয়ে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ