বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় বার সুযোগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (২৩ জানুয়ারি) সকালে অবস্থান কর্মসূচির আগে ওই প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে দুইবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দাবি জানাচ্ছি আমরা। এটা আমাদের একটি যৌক্তিক দাবি, সুযোগ চাওয়া কিন্তু কোনো অন্যায় নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে একবার সুযোগ দেওয়া শিক্ষার্থীদের ওপর দয়া করার মতো। কিন্তু শিক্ষা তো কোনো দয়ার বিষয় না।
শিক্ষার্থীরা বলেন, কিছু দিন আগে ২য়বার ভর্তির বিষয়ে যেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা বিবেচনা করেন। তাই তারা বিশ্ববিদ্যালয়গুলোতে স্মারকলিপি জমা দিয়েছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স্মারকলিপি জমা নেয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ