রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নূরজাহান বেগম (৩২) এক নারী মারা গেছেন। ঘটনার সময় তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বসা ছিলেন।
নিহত নূরজাহান বেগম ধানমন্ডি এলাকায় একটি অফিসে চাকরি করতেন। তার স্বামী তারাজুল ইসলাম রাজুর বাড়ি লালমনিরহাট আদিমারী উপজেলায়। বর্তমানে হাজারীবাগ সালাম সরদার রোড এলাকায় থাকতেন। দুই সন্তানের জননী ছিলেন। সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে হাজারিবাগ বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় বেড়বাঁধ দিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন নুরজাহান বেগম। তখন সেখানে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মারা যান তিনি। তার স্বামীর সামান্য আহত হয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর পরই পিকআপ ভ্যানটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ