বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংবিধান কাটাছেঁড়া করতে করতে এখন আর ‘গণতন্ত্রের সংবিধান’ নেই। এটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সংবিধান।
বুধবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গণতন্ত্র হত্যা দিবস পালন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে বিএনপির কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালিত হয়। বরিশাল মহানগর এবং জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি’র যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে বিএনপি’র কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। সরকার পতনের জন্য বিএনপির প্রস্তুতি ৯৯ ভাগ।
সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীসহ দেশের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ৭১ সালে অর্জিত গণতন্ত্র কলুষিত করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ ক্ষমতায় যাওয়া বা না যাওয়ার যুদ্ধ নয়। দেশের মালিক জনগণ। তারা যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে পছন্দের দলকে ক্ষমতায় আনবে। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতনে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন গয়েশ্বর চন্দ্র রায়।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও আবু নাসের মো. রহমতউল্লাহ, জেলা (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন খান এবং উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ।
এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি’র খণ্ড খণ্ড মিছিল সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে জড়ো হয়। বিএনপি’র সমাবেশ উপলক্ষে সদর রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই