রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইশরাক হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি হাতিরঝিল থানাকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ