চরাঞ্চলের সুযোগ, সম্ভাবনা ও সমস্যা নিয়ে রংপুরে সাংবাদিকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে নগরীর একটি হোটেল মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন রংপুর সিটি কনপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল আই’র সিনিয়র বার্তা সম্পাদক ও সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান, সমষ্টির পরিচালক রেজাউল হক, সাংবাদিক হাসিবুর রহমান বিলু, মেরিনা লাভলী, এমফোরসি’র কর্মকর্তা হুমায়রা ফেরদৌস শিফা, কৃষিবীদ আনোয়ারুল ইসলাম, সুইস কন্ট্যাক্টের ক্লাস্টার অফিসার শ্রীপদ কুমার সরকার।
গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক সংস্থা সমষ্টির আয়োজনে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের যৌথ অর্থায়নে সুইস কন্ট্যাক্ট ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি পরিচালিত মার্কেট ফর চরস প্রকল্পের সহযোগিতায় দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন । এ প্রশিক্ষণ কর্মশালায় চরাঞ্চলের জীবনযাত্রা, অর্থনীতি, সফল ও স্থায়ীত্বশীল উদ্যোগ, চরের মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, চর বিষয়ক রিপোর্টিংয়ের জন্য তথ্য সংগ্রহ ও রিপোর্টিং কৌশল, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল