২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:৪০

এটা রাজনৈতিক সংস্কৃতি না, এটা বন্ধ করুন : নজরুল ইসলাম খান

ময়মনসিংহ প্রতিনিধি

এটা রাজনৈতিক সংস্কৃতি না, এটা বন্ধ করুন : নজরুল ইসলাম খান

ময়মনসিংহে বিএনপির পদযাত্রা

ক্ষমতাসীনদের শান্তি সমাবেশকে শান্তি কমিটির সঙ্গে তুলনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটি করে পাকিস্তানিরা টিকতে পারে নাই। শান্তি সমাবেশ করে আপনারাও বাঁচাতে পারবে না। এটা রাজনৈতিক সংস্কৃতি না, এটা রাজনীতির অপশক্তি। এটা বন্ধ করুন।’

নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার বিকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে নগরীর আকুয়া বাইপাস মোড় থেকে দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা শুরু হয়ে আকুয়া বোর্ডঘর এসে শেষ হয়।

পদযাত্রাপূর্ব সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম, ফকরুদ্দিন আহম্মদ বাচ্চু, অ্যাডভোকেট ফাত্তাহ খানসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

একই সময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে নগরীর শম্ভুগঞ্জে উত্তর জেলা বিএনপির পদযাত্রা শম্ভুগঞ্জ চামড়াবাজার থেকে আলালপুরে গিয়ে শেষ হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর