রাজধানীর গুলিস্তান এলাকায় মায়ের জন্য ইফতার আনতে গিয়ে বিস্ফোরণে সুমন নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।
সুমনের মা সালমা গণমাধ্যমকে জানান, ১০ দিন আগে কাতার থেকে সুমন বাংলাদেশে আসেন। আজ ইফতার আনার জন্য গুলিস্তান এলাকায় যান। এসময় বিস্ফোরণ ঘটলে সুমন গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যান।
এদিকে, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি হয়েছেন শতাধিক। শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে সাতজনকে।
বিডি-প্রতিদিন/শফিক