খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ