আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন করেছে উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বৃহস্পতিবার রাজধানীর অ্যাঙ্কর টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েবের প্রথম সহ-সভাপতি তাজিমা মজুমদার।
অনুষ্ঠানে এ বছর নারী দিবসের স্লোগান ‘জেন্ডার সমতার জন্য উদ্ভাবন ও প্রযুক্তি’ নিয়ে আলোচনা করেন তারা।
এসময় তারা একটি জরিপের ফলাফল তুলে ধরে বলেন, বর্তমানে ৬৩ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করছেন। সমাজে নারীদের একটি প্রভাব তৈরি করতে আরও ইন্টারনেট ব্যবহার আরও বৃদ্ধি করা উচিত। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নারীরা বিভিন্ন ধরনের হয়রানি ও অপব্যবহারের সম্মুখীন হচ্ছে। তাই আমাদের এ বিষয়ে সোচ্চার হওয়া উচিত কীভাবে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইতিবাচক সোশ্যাল মিডিয়ার হয়রানি মোকাবিলা করা যায়।বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ