শিরোনাম
১১ মার্চ, ২০২৩ ১৩:০১

রাজধানীতে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের মানববন্ধন

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ জাতীয় প্রেসক্লাব চত্বরে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোট এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

মানববন্ধনে সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে দেশে আজ চরম হাহাকার বিরাজ করছে। 

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মানববন্ধনে জোটের সহকারী সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, জাতীয় যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম, জিয়া নাগরিক সংসদের সভাপতি ওহিদ জোমাদ্দারসহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর