১৩ মার্চ, ২০২৩ ১৪:২০

হাতিরঝিলে সৌন্দর্য্য ও টেকসই ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু

অনলাইন ডেস্ক

হাতিরঝিলে সৌন্দর্য্য ও টেকসই ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু

ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (ডিএম‌পি) ট্রাফিক তেজগাঁও বিভাগ এবং ডিপিডিসি এর যৌথ উদ্যোগে হাতিরঝিলে সৌন্দর্য্য ও টেকসই ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু হ‌য়ে‌ছিলো।

ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ ও ডিপিডিসি প্রকল্পটি বাস্তবায়নে নানামুখী গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে, যাতে ভবিষ্যতে মহানগরবাসী হাতিরঝিলের সৌন্দর্য্য উপভোগ করতে পারে ও সর্বদা সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় থাকে।

ডিএমপি'র ট্রাফিক বিভাগ ও ডিপিডিসি মহানগরবাসীর কাছে সেবা পৌঁছে দিতে বিভিন্ন দফায় মতবিনিময় এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে যৌথভাবে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

রবিবার ডিপিডিসি ডিএমপির ট্রাফিক বিভাগের সাথে মতবিনিময় ও গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। সেইস‌ঙ্গে রাত ১০টায় ডিপিডিসি আনুষ্ঠানিকভাবে হাতিরঝিল এলাকায় দক্ষিণ পার্শ্বে আন্ডারগ্রাউন্ড ক্যাবল লাইন স্থাপনের কাজ শুরু করে।

জানা গে‌ছে, হাতিরঝিল এলাকায় আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপনের কাজ শুরুর আগে ট্রাফিক তেজগাঁও বিভাগের পরামর্শ গ্রহণের জন্য ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলমেরে সাথে মতবিনিময় করেন ডি‌পি‌ডি‌সির কর্মকর্তারা। প্রকল্প বাস্তবায়নকালীন হাতিরঝিলের ট্রাফিক ব্যবস্থাপনা সহনীয় ও কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে মত‌বি‌নিময় করা হয়।

প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে ও ট্রাফিক তেজগাঁও বিভাগের ট্রাফিক ব্যবস্থাপনা তথা হাতিরঝিলের ট্রাফিক স্বাভাবিক রাখতে ডিপিডিসির নির্বাহী পরিচালক (আইসিটি) ও জিটুজি প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ নোমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জিটুজি প্রকল্প, ডিপিডিসি, শাওজি, প্রকল্প ব্যবস্থাপক, টি‌বিইএ কোম্পানী লিমিটেড, চায়না, মা উইনসায়, টেকনিক্যাল ডিরেক্টর, টি‌বিইএ কোম্পানী লিমিটেড, চায়না, মো. জাহিদুল হকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সকলেই ট্রাফিক তেজগাঁও বিভাগের আন্তরিকতা ও টেকসই ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন ও সার্বিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতার আশ্বাস দেন যেন মহানগরবাসী প্রধানমন্ত্রীর উন্নয়নমুখী এ প্রকল্পের সুফল অতিদ্রুত উপভোগ করতে পারে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর