২৮ মার্চ, ২০২৩ ১৭:০২

উজিরপুরে আওয়ামী লীগ নেতাকে মারধর, তিনজনকে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উজিরপুরে আওয়ামী লীগ নেতাকে মারধর, তিনজনকে সাময়িক বহিষ্কার

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি’র উপস্থিতিতে আওয়ামী লীগের দুই পক্ষের হাতাহাতি

বরিশালের উজিরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে স্থানীয় এমপি’র উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সরদারের উপর হামলার ঘটনায় তিনজনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত রবিবার এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন-উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান পলাশ, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম কাজী এবং বামরাইল ইউনিয়ন যুবলীগ সদস্য জসিম উদ্দিন রুবেল।

গত ২৬ মার্চ সকালে উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় স্থানীয় এমপি মো. শাহেআলমের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সরদারকে মারধরের অভিযোগ ওঠে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বিকেলেই অভিযুক্ত ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।

এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর