১ এপ্রিল, ২০২৩ ২২:২৩
কম দামে ভোজ্যতেল, আটা-ময়দা কিনতে পেরে খুশি ক্রেতারা

বরিশালে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ট্রাকসেল শুরু বসুন্ধরার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ট্রাকসেল শুরু বসুন্ধরার

কম দামে ভোজ্যতেল, আটা-ময়দা কিনতে পেরে খুশি ক্রেতারা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ট্রাকে করে ২৭ ধরনের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। তুলনামূলক কমদামে বসুন্ধরার পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।

‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য’ স্লোগান নিয়ে শনিবার সকাল ১০টায় বরিশাল নগরীর চৌমাথা বাজার সংলগ্ন সিএন্ডবি রোডে বসুন্ধরার নিত্যপণের ট্রাক সেল শুরু হয়। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিট লিমিটেডের উইং ম্যানেজার মো. আবদুস ছালাম, ডিভিশনাল সেলস্ ম্যানেজার মো. আমিনুল ইসলাম এবং এরিয়া ম্যানেজার মো. আরিফুর রহমানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। 

প্রথম দিন দেখ যায়, ক্রেতারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য কেনেন। বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত তেল, আটা, ময়দা, নুডলসসহ ২৭ ধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন ক্রেতারা। রমজানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলমান রাখবে বসুন্ধরা গ্রুপ। 

কোনো ঝক্কি ঝামেলা ছাড়া বসুন্ধরা গ্রুপের পণ্য কিনতে পেরে উচ্ছ্বসিত ক্রেতারা। বিশেষ করে বাজারের চেয়ে কম দামে ভোজ্য তেল ও আটা কিনতে পেরে বেজায় খুশি তারা। তারা বসুন্ধরা গ্রুপকে এই উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি অন্য বড় শিল্প পরিবারগুলোকেও সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির দাবি জানান। 

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইউং ম্যানেজার মো. আবসুদ ছালাম বলেন, ‘সাধারণ মানুষকে সুবিধা দিতে বসুন্ধরা সাশ্রয়ী মূল্যে ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে। এখান থেকে মিল রেটে সব পণ্য সরবরাহ করা হবে। রমজান মাসজুড়েই এই কার্যক্রম চলবে।’ 

ক্রেতারা এক লিটার সোয়াবিন তেল ১৭৯ টাকা, পাম তেল ১১৫ টাকা, আটা এক কেজি ৬০ টাকা, ময়দা ৭৫ টাকা, সুজি ৪৪ টাকা, সেমাই ২০০ গ্রামের এক প্যাকেট ৩৮ টাকা, লাচ্ছি সেমাই ২০০ গ্রাম ৪২ টাকা, মুড়ি ২৫০ গ্রাম ৩০ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস ৪ প্যাক ৬০ টাকা, স্টিক নুডলস ১২৫ গ্রাম ১৬ টাকা, সি-শেল নুডলস ২০০ গ্রাম ৩২ টাকা, ম্যাকারলি ওয়েস্টার ২০০ গ্রাম ৩০ টাকা, হালিম মিক্স ২০০ গ্রাম ৫০ টাকা, মুরগির মসলা ১০০ গ্রাম ৬২ টাকা, বিরিয়ানি মসলা ৪০ গ্রাম ৫০ টাকা, গরুর মাংসের মসলা ১০০ গ্রাম ৭০ টাকা, হলুদ গুড়া ১০০ গ্রাম ৪৫ টাকা, মরিচ ১০০ গ্রাম ৬০ টাকা, ধনিয়া ১০০ গ্রাম ৩২ টাকা, জিরা ১০০ গ্রাম ৮০ টাকা এবং ম্যাজিক পটেটো ১৭ গ্রাম ৯ টাকায় কিনতে পারছেন বলে জানান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ডিভিশনাল সেলস্ ম্যানেজার মো. আমিনুল ইসলাম। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর