বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
তিনি বলেন, ঈদ সামনে রেখে বঙ্গবাজারের বিভিন্ন মার্কেটের ৫ হাজার দোকান ব্যবসায়ী যে স্বপ্ন নিয়ে পশরা সাজিয়েছিলেন তা মুহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে। সর্বশান্ত হয়েছে কত শত ব্যবসায়ী। বিরাজমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের মুহূর্তে তাদের ভবিষ্যৎ কি হবে?
জাকের পার্টি চেয়ারম্যান প্রশ্ন রেখে বলেন, এভাবে আর কত পুড়ে ছাই হবে সাধারণ ব্যবসায়ীদের ভাগ্য। এর প্রতিকার কোথায়?মোস্তফা আমীর ফয়সল অনতিবিলম্বে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের প্রকৃত তদন্ত এবং ক্ষতিগ্রস্ত সর্বশান্ত ব্যবসায়ীদের যথাযথ সহায়তাদানের মাধ্যমে কার্যকর পুনর্বাসনের উদাত্ত আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ