প্রাচ্যের ডান্ডি খ্যাত শিল্প নগরী নারায়ণগঞ্জে উদ্বোধন হলো আল হারামাইন পারফিউমস এর ১০ম আউটলেট। শুক্রবার বিকাল ৪ টায় নগরীর ২ নং রেলগেইট সংলগ্ন আলমাস পয়েন্টের নীচতলায় উদ্বোধনী আয়োজনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে আউটলেটটি। এতে রয়েছে আল হারামাইন পারফিউমস এর যাবতীয় সুগন্ধির মেলা। নারায়ণগঞ্জের এই আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হারামাইন পারফিউমস এর সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর সামিরা রহমান, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ডিরেক্টর তানভীর আহমেদ ও আল হারামাইন পারফিউমস প্রাইভেট লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সাব্বির আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ জানান, পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি এই আউটলেটে থাকছে ডীওডোরেন্ট আর এয়ার ফ্রেশেনার মত সুগন্ধি পণ্য। এই দিনে উদ্বোধন উপলক্ষ্যে এই আউটলেটে কেনাকাটারা উপর থাকছে ৩ দিনব্যাপী সমস্ত প্রডাক্টে ১৫% ফ্ল্যাট মূল্যছাড়। এই আউটলেট দিয়ে বাংলাদেশে আল হারামাইন পারফিউমসের মোট আউটলেটের সংখ্যা দাড়ালো ১০ টি। ক্রেতাদের চাহিদার কথা ভেবে ভবিষ্যতে আরো আউটলেট শুরু করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটির বাংলাদেশ অফিস।
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ সহ আল হারামাইন পারফিউমস এখন বিস্তৃত রয়েছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ শতাধিক দেশে। সংযুক্ত আরব আমিরাত এর আজমান শহরে প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমসের সুবিশাল ফ্যাক্টরিতে তৈরী সমস্ত সুগন্ধি পণ্য এখন ছড়িয়ে আছে বিশ্বজুড়ে।বিডি প্রতিদিন/হিমেল