২২ এপ্রিল, ২০২৩ ১০:১৭

রংপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রংপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইদুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, ইব্রাহিম খান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার মুসল্লী এতে অংশ নেন। ঈদের প্রধান জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। 

এদিকে, সকাল পৌনে ৮টায় পুলিশ লাইন্স মাঠে, সকাল সাড়ে ৮টায় মুন্সিপাড়া ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় কেরামতিয়া মসজিদে, সকাল ৯টায় মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, সকাল ১০টায় বদরগঞ্জ চান্দামারী কারামতিয়া ঈদগাহে, সকাল সাড়ে ৮টায় পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, এবার জেলার ৫ হাজার ৯০টি মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বিডি প্রতিদিন/আরাফাত   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর