ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তিনি প্রায় দেড় মাস ঢাকায় ছিলেন।
আজ রবিবার মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শর্মিলা।
১২টায় লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়া শর্মিলা সকাল ৯টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হয়েছেন বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের বাসার নিরাপত্তা কর্মীরা।
২৯ এপ্রিল খালেদা জিয়া শারীরিক পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তির সময় শাশুড়ির সঙ্গে ছিলেন শর্মিলা। গত ৪ মে ফিরোজায় ফেরার পরবর্তী সময়েও খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল