১২ আগস্ট, ২০২৩ ১৭:৩১

ঢাবির কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

ঢাবির কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ফুটপাতে থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কার্জন হলের সামনের যাত্রীছাউনি থেকে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর