নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার বাসিন্দা কবিরাজ আলামিন শেখ (৪৮) হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম)।
তিনি সাংবাদিকদের জানান, মামলাটি প্রথমে ক্লুলেস হলেও পরবর্তীতে আমাদের লোকাল সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) ফতুল্লার নয়ামাটি এলাকার নিজ ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান তিনি ও মৃত কবিরাজ আলামিন শেখ পূর্ব পরিচিত। দুজনে একসাথে লাইটার জাহাজে কাজ করতেন। আসামী হাফিজুর ধারণা করে আলামিনের কবিরাজি ঝাড় ফুকের দ্বারা সমাজের অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, মানুষ প্রতারনার শিকার হচ্ছে। হাফিজুর কিছুতেই তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে না পেরে আদর্শগত দিক হতে তার পুণ্য হবে এই ধারণায় কবিরাজ আলামিন শেখকে হত্যা করার পরিকল্পনা করে। হত্যার দিন আসামি হাফিজ ভিকটিমের সাথে মোবাইলে কথা বলে রাতে কবিরাজি রুমে আসে। রাতে ঘুমিয়ে পড়লে ভোর রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামি হাফিজ তার বন্ধু আলামিন শেখকে ঘুমন্ত অবস্থায় গলায় কেটে হত্যা করে। হত্যাকাণ্ড শেষে আসামি হাফিজুর ফতুল্লা পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করে। আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ৮ আগস্ট ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার বাসিন্দা কবিরাজ আলামিন শেখ (৪৮) হত্যা করে।
বিডি প্রতিদিন/হিমেল