অর্থনৈতিক নিরাপত্তার বলয় তৈরি করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
সোমবার ঢাকা-১৪ আসন অন্তর্গত ৭ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘সামাজিক, অর্থনৈতিক নিরাপত্তার বলয় তৈরি করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। বাংলাদেশ এগিয়ে চলছে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দুর্বার গতিতে, নবদিগন্তে। বাংলাদেশকে দাবিয়ে রাখার ক্ষমতা কারও নেই। বঙ্গবন্ধু কন্যা দিবারাত্রি ২৪ ঘণ্টা পরিশ্রম করে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, বঙ্গবন্ধু কন্যার বাংলায় একটি লোক গৃহহীন থাকবে না, ঘরে ঘরে বিদুৎ পৌছে যাবে, সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে এবং অবকাঠামোগত উন্নতি হবে।এসময় ডেঙ্গু প্রতিরোধে সামজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনার শুরু থেকে আমরা বিনামূল্যে ওষুধ, খাদ্য, বস্ত্র বিতরণ করে এসেছি শীতকালে কম্বল বিতরণ করেছি, প্রধানমন্ত্রীর ঈদ উপহার, খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বর্তমানে ডেঙ্গু একটি মহামারি সমস্যা। আমরা ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করতে এসেছি। আসলে এটা স্থায়ী সমাধান না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, পুরাতন পাতিলে জমা পানি আছে কি না খেয়াল রাখা, ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা, ফুলের টবগুলো পরিষ্কার করে রাখতে হবে। তাহলে আপনারা এবং আপনাদের সন্তানরা নিরাপদ থাকবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ