রাজধানীর মুগদার মান্ডায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরোহী ফারুক হোসেনও (৪০) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
গত ২৮ সেপ্টেম্বর রাতে দুই বন্ধু মুগদার মান্ডা থেকে ডেমরায় কাজের জন্য ট্রাকের খোঁজ নিতে যাওয়ার পথে গ্রিন মডেল টাউন এলাকায় একটি থামানো ট্রাকের পেছনে লাগিয়ে দিয়ে তারা আহত হন। এতে মোটরসাইকেল চালক বন্ধু মো. ইমন খন্দকার (৪২) ঘটনাস্থলেই মারা যান। আরোহী ফারুক সেদিন থেকে চিকিৎসাধীন ছিলেন।
তারা দু’জনই ট্রাক মালিক ছিলেন। তাদের কাজ চলছিল ডেমরা কোনাপাড়া এলাকায়।এই সত্যতা নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা। তিনি বলেন, ঘটনার দিন মোটরসাইকেলটি বেপরোয়াভাবে চালিয়ে একটি পার্কিং করা ট্রাকের পেছনে লাগিয়ে দিয়ে দু’জনেই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজন ফারুক আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি বি না ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা গ্রামের জায়েদ আলীর ছেলে ফারুক। বর্তমানে মান্ডা এলাকায় থাকতেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ