অর্থ আত্মসাতের তিন মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও ৩টি মামলায় পরোয়ানাভুক্ত আসামি রাসেল মোল্লা ওরফে আসাদুজ্জামানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা গণমাধ্যমে জানান, রাসেল মোল্লা ওরফে আসাদুজ্জামান প্রতারণার মামলার আসামি। তিনি বাদীর কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্প করে ব্যবসার কথা বলে ধার হিসেবে ২০১৯ সালের ৩১ জুলাই ১২ লাখ টাকা নেন। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন।
বিডি প্রতিদিন/এএ