রূপগঞ্জের পাশে রাজধানীর ডেমরা থানার সারুলিয়ায় মাদ্রাসা ভবনের ছাদ থেকে নিচে পড়ে নাজমুল হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাজমুল দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুল হাসান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দোলখাড় গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে। সারুলিয়ার ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করত সে।
মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ জানান, নাজমুল মাদ্রাসার ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে মাদ্রাসার শিক্ষকসহ অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানায় নাজমুল আর বেঁচে নেই। ঘটনার পরপরই মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় নাজমুল ছয়তলা ছাদের রেলিং বেয়ে নিচের দিকে লাফিয়ে পড়ে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল