২৮ অক্টোবর, ২০২৩ ০৩:০৭

ককটেল বিস্ফোরণ, চাল-ডালের বস্তাসহ দেড় শতাধিক আটক

অনলাইন ডেস্ক

ককটেল বিস্ফোরণ, চাল-ডালের বস্তাসহ দেড় শতাধিক আটক

সংগৃহীত ছবি

রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন ভবন থেকে লাঠিসোঁটা, ইট-পাটকেল, ককটেল ও বিপুল পরিমাণ চাল-ডালসহ বিএনপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণ ঘটনোয় তাদের আটক করা হয়েছে। 

শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে আটকদের রমনা থানায় পাঠানো হয়। রাতে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেন ডিবি প্রধান হারুন অর রশীদ। 

তিনি জানান, নির্মাণাধীন এই ভবনে সন্দেহভাজন লোক সমাগমের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের ওপরে একাধিক ককটেল নিক্ষেপ করে বিএনপি কর্মীরা। এই হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এসময় গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। তাদের কাছে ককটেল, লাঠিসোঁটা, সরকারবিরোধী ব্যানার, চাল-ডালের বস্তা উদ্ধার করা হয়।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর