জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সাথে নিয়ে কেক কাটেন ক্লাব সদস্যরা।
এ সময় ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, সাংবাদিত কল্যাণ ট্রাস্ট্রের এমডি সুভাষ চন্দ বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন সকাল থেকেই প্রেসক্লাব সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ক্লাবে আসেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।ফরিদা ইয়াসমিন টানা দ্বিতীয় মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টানা দুই মেয়াদে ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি ও প্রথম নারী সাধারণ সম্পাদক।
ফরিদা ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার জন্ম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামে।
ফরিদা ইয়াসমিন ১৯৮৯ সালে বাংলার বাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন থেকেই তিনি বিভিন্ন সাপ্তাহিক ম্যাগাজিনে নিয়মিত কাজ করতেন। এই নারী সাংবাদিক তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন।