৩ নভেম্বর, ২০২৩ ১৫:৫৫

‘প্রধানমন্ত্রী কথা দিয়েছেন অতিসত্বর তিন দাবি বাস্তবায়ন হবে’

অনলাইন ডেস্ক

‘প্রধানমন্ত্রী কথা দিয়েছেন অতিসত্বর তিন দাবি বাস্তবায়ন হবে’

সোহেল তাজ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, কথা দিয়েছেন অতিসত্বর তিন দাবি বাস্তবায়ন হবে।’ 

আজ শুক্রবার সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ সোহেল তাজ বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমি গত দুই বছর ধরে স্মারকলিপি প্রদান করছি। গতকাল রাতে আমি উনার সাথে দেখা করেছি। প্রধানমন্ত্রীর সাথে আমার বিস্তারিত আলাপ হয়েছে দীর্ঘক্ষণ। আমি আমার তিন দাবির যৌক্তিকতা উনার কাছে তুলে ধরেছি। প্রধানমন্ত্রী আমার দাবির সঙ্গে সম্পূর্ণভাবে একমত হয়েছেন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, কথা দিয়েছেন অতিসত্বর এই তিন দাবি ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে বাংলাদেশে।’

এর আগে জেলহত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেন সোহেল তাজ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর