রাজধানীর তাঁতীবাজার ও বনানীর কাকলি এলাকায় পৃথক দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তৃতীয় দফায় বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যার পর বাস দুটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, রাত ৮টার দিকে বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনের সড়কে একটি মিনিবাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

অন্যদিকে, সন্ধ্যায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে গাজীপুর টু কেরানীগঞ্জের (কদমতলি) রুটের আকাশ পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, 'বাসে আগুন দেখে আমরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিভিয়েছি। বাসটির পিছনের অংশে আগুন লাগানো হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে আল-আমিন নামে একজন ব্যক্তিকে সন্দেহবাজন হিসাবে আটক করে থানায় নিয়ে এসেছি।'
তিনি আরও বলেন, আটক ব্যক্তির মুঠোফোন চেক করে আমরা বিএনপির সাথে সংশ্লিষ্টতা পেয়েছি। সেই বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি পরবর্তী বিস্তারিত জানতে পারবো কিভাবে কি হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত