হঠাৎ ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
বুধবার দুপুর দেড়টায় ডিবি পুলিশের কার্যালয়ে যান শামীম ওসমান। দেশের বিভিন্ন গাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা হামলার ঘটনায় ডিবি প্রধানের সঙ্গে কথা বলতে এসেছেন বলে দাবি করেন তিনি।
গণমাধ্যমকে শামীম ওসমান বলেন, আমি একজন নাগরিক হিসেবে এখানে এসেছি, সংসদ সদস্য হিসেবে নয়। গতকালও একটি প্রেস কনফারেন্স করে বলেছি, বাংলাদেশে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যা ঘটলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এমন কিছু ইনফরমেশন শেয়ার করতে একজন নাগরিক হিসেবে এখানে এসেছি।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সংবাদ সম্মেলন করে শামীম ওসমান বলেছিলেন, ‘সামনের ১৫-২০ দিন খুবই ক্রুসিয়াল।
এ সময়টায় দেশব্যাপী সহিংসতার চেষ্টা করা হবে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চেষ্টা করা হবে। কিন্তু সবাই সতর্ক থাকলে ওরা কিছুই করতে পারবে না।’
এর আগে ২০ নভেম্বর শামীম ওসমান জানিয়েছিলেন তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত