২ জানুয়ারি, ২০২৪ ১৫:৫১

বরিশালে আদালত বর্জন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আদালত বর্জন করে জাতীয়তাবাদী
আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বরিশালে আদালত বর্জন করে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল আদালত চত্ত্বরে দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ করেন তারা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। 

বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসীন মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু, শহীদ হোসেন, সাদিকুর রহমান লিংকন, নাজিম উদ্দিন আহমেদ পান্না, কাজী বশির উদ্দিন, মো. আজাদ হোসাইন, হুমায়ুন কবির মাসউদ, আবুল কালাম আজাদ ইমন, সরোয়ার হোসেন, শাহানুর খানম ও আনিসুর রহমান।

সমাবেশে বিএনপিপন্থী আইনজীবীরা আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করে পরিবার সদস্যদেরকে সময় দিয়ে প্রহসনের নির্বাচন প্রত্যাখান করার আহবান জানান। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর