রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মো. সজীব রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বাসচালক ছিলেন।বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী গোলাপবাগে এ ঘটনাটি ঘটে। মারাত্মক আহত অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সজিবের বাবা মো. শাহ আলম জানান, তাদের বাসা যাত্রাবাড়ী গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম