বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা যেকোনা মূল্যে আমরা অক্ষুণ্ন রাখব। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। আজ তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির রোলমডেল।’
আজ শুক্রবার রাজধানীর পাটুয়াটুলি ব্রাহ্মসমাজের উপাসনালয়ে ১৯৪তম মাঘোৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবু সুব্রত পুরকায়স্থ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রঞ্জন বিশ্বাস, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ব্রাহ্মসমাজের আচার্য দীপক পাল। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মসমাজের সাধারণ সম্পাদক রনবীর পাল রবি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ