এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় না থাকায় দেশের মানুষ আজ সকল বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।’
দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দেশ স্বাধীন করেছিলাম মানুষের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য, অথচ সরকার আজ জনগণের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। ফলে আজ আমাদের কালো পতাকা নিয়ে রাজপথে দাঁড়াতে হচ্ছে। কালো পতাকার স্থলে প্রয়োজনে বাঁশের লাঠি হাতে আসবে।’
তিনি আরও বলেন, ‘এবি পার্টির সংগ্রাম চলছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে, ইনশাআল্লাহ।
এতে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও যুবনেতা খালিদ হাসান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ