পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তারা একদিন এই দেশের নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। এ জন্য তাদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে।’
শুক্রবার দুপুরে বরিশাল নগরীর কলেজ রোড এলাকায় ইংরেজি ভার্সনে পরিচালিত ‘জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ’ এর স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বরিশালে জাহানারা ইসরাইল স্কুলের ছোট ছোট বাচ্চাদের ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা আমাকে অভিভূত করেছে। দ্বিতীয় ভাষা হিসেবে এখানে আন্তর্জাতিক ভাষায় পাঠদান করায় ছোট থেকেই তারা দক্ষতা অর্জন করেছে। বরিশালের মতো জায়গায় এতো সুন্দর একটি শিক্ষাপ্রতিষ্ঠান দেখে নিজেকে গর্বিত মনে করছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাহানারা ইসরাইল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
জাহানারা ইসরাইল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ এম শেলীর সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বিএম কলেজ ছাত্র কর্মপরিষদের সাবেক ভিপি মঈন তুষার, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ