২৫ মে, ২০২৪ ০৬:৩০

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত সেই শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত সেই শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকের ধাক্কায় আহত বিল্লাল হোসেন মুন্সি (২০) নামে এক মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত বিল্লালের বাবার নাম খুরশীদ আলম মুন্সি। বর্তমানে বিল্লাল বনানী মহাখালী আমতলী এলাকায় পরিবারের সঙ্গে থেকে স্থানীয় একটি মাদারাসায় হাফেজি পড়তো।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

মৃত বিল্লালের বন্ধু রিফাত হোসেন জানান, তারা কয়েকজন বন্ধু মিলে খিলক্ষেত এলাকার একটি স্থানে অনুষ্ঠানে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বিল্লাল। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর