৯ আগস্ট, ২০২৪ ২২:০৯

ময়মনসিংহে মানববন্ধনে শান্তি-সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে মানববন্ধনে শান্তি-সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় অর্থবহ করতে শান্তি-সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বানে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সামাজিক আন্দোলনের ব্যানারে শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা অ্যাড. শিব্বির আহমেদ লিটন, সাধারণ সম্পাদক অহনা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, হিন্দু মহাজোটের আহ্বায়ক সুপ্রিয় ধর বণিক, যুগ্ম সম্পাদক সঞ্জয় বসাক, পরিবেশবিদ অহিত রহমান, অধ্যাপক সোয়েব মাজহার, অ্যাড. রিপন চন্দ্র ভৌমিক, উদ্দিপ সরকার প্রান্ত প্রমুখ। এসময় সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দল মত ধর্ম নির্বিশেষে আমরা একে অন্যের সাথে মিলেমিশে থাকতে চাই। দীর্ঘদিনের শান্তি-সম্প্রীতির এই নগরীতে যেন কোনো ধরনের ধর্মীয় সম্প্রাদায়িকতা, রাজনৈতিক প্রতিহিংসা, হামলা, লুটপাট বা ভাঙচুরের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর