রাজধানীর মোহাম্মদপুরে একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা দেখা গেছে। গোড়ালির কিছুটা উপর থেকে কাটা পায়ে ব্যান্ডেজ করা রয়েছে।
সোমবার দিবাগত রাতে রাজিয়া সুলতানা রোডের ওই ডাস্টবিনে খণ্ডিত পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। রাত সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালের থেকে দুই দিন আগে কাটা পা, কোনভাবে এখানে চলে আসছে।
তিনি জানান, পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একেবারে শুকনো। কিভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন