ভূমি মন্ত্রণালয় ঢাকার তেজগাঁও সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমি মালিকদের শতভাগ ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) অনলাইনে প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ নভেম্বর তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আগ্রহী ভূমি মালিকদের সহায়তার জন্য এক ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) ভূমি ভবনের সম্মেলন কক্ষে তেজতুরী বাজার মৌজার শতভাগ অনলাইন এল ডি ট্যাক্স নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য প্রকাশ করা হয়।
জনগণকে ভূমি নাগরিক সেবা-সুবিধা দানে উদ্বুদ্ধ করতে আগামী ১৩ নভেম্বর বেলা সাড়ে ১২টায় এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ভূমি সিনিয়র সচিব বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে অনেক অনিয়ম, দুর্নীতি ও হয়রানি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের সুফল হিসেবে ভূমি নাগরিক সেবা কার্যক্রমকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে। তিনি বলেন, তেজগাঁও সার্কেলের ২২টি মৌজাসহ ঢাকার সব মৌজা আগামী জানুয়ারি মাসের মধ্যে অনলাইনে এলডি ট্যাক্স পরিশোধের সুবিধা দেওয়া হবে। এ কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত