রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. উজ্জ্বল মিয়া (৩০)।
রবিবার (১০ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, রবিবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের দক্ষিণ পাশ থেকে উজ্জ্বলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা পাওয়া গেছে।
উজ্জ্বল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, বিক্রির জন্য তিনি নিজের কাছে গাঁজা রেখেছিলেন। দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন